ওয়েবহোস্ট বা হোস্টটিং কি এইটি কি ভাবে কাজ করে?


 

ওয়েবহোস্টটিং কি এটি কি ভাবে কাজ করে

!!!

Page1 click

 একটি ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হল হোস্টিং ডোমেইন এর পর আমাদের ওয়েবসাইটি সম্পন করতে ভালো হোস্টটিং এর প্রয়োজন। হোস্ট একটি বড় কম্পিউটার ওয়েব সার্ভার যা আপনার ওয়েবসাইট এর সঞ্চয় করে

 

তবে অনেকে ডোমেইন এবং হোস্টিং এই শব্দগুলোর সাথে পরিচিত হলেও এ সম্পর্কে তেমন ডিটেলস জানেনা আমি আপনাদের কে ডিটেলস এ জানানোর চেষ্টা করবো। চলুন জেনে নেয়া যাক হোস্টিং আসলে কী? হোস্টিং এর কাজ কী? কেন হোস্টিং লাগে ? কিভাবে হোস্টিং কিনতে হবে ?এবং কোথায় হোস্টিং পাওয়া যায়?ডোমেইনের মাধ্যমে আপনি শুধু আপনার ওয়েবসাইটের নামটি রেজিস্ট্রেশন করলেন মাত্র, কিন্তু আপনার সাইটে যে কন্টেন্ট অর্থাৎ যে আর্টিকেল, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি কোথায় জমা রাখবেন।


সহজ করে বোঝার জন্য একটি উদাহরণ !!!

ছোট্ট একটি উদাহরণ দিয়ে হোস্টিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে থাকি প্রতিটি প্রোগ্রামের একজন হোস্ট থাকে। যে সম্পূর্ণ প্রোগ্রামকে ধারণ করে অর্থাৎ প্রোগ্রামের যত ধরনের আয়োজন রয়েছে, কখন কোথায় কোন সময় কি কি হবে, কখন কখন কাকে স্টেজে ডাকতে হবে। 

 এবং কোন সময় কোন নির্দেশনা দিতে হবে সবকিছু সম্পর্কে হোস্ট ধারণা রাখে। এখন কথা হল এই হোস্টের সাথে ডোমেইন এবং হোস্টিং এর কি সম্পর্ক?আসলেই ভাবতে একটু কমেন লাগছে মোটেই না খুবই সহজ করে বুঝিয়ে দিচ্ছি।


প্রতিটি প্রোগ্রামের একজন হোস্ট সকল ধরনের ইনফরমেশন রাখে। এবং যখন যেটা প্রয়োজন হয় তখন সেই ইনফর্মেশন বা তথ্য আদান-প্রদান করে।প্রোগ্রামটিকে সম্পূর্ণভাবে শেষ করতে সাহায্য করে বা সহযোগিতা করে অর্থাৎ একজন হোস্ট সম্পূর্ণ প্রোগ্রামের ইনফর্মেশন নিজের মধ্যে রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করে। 


ঠিক তদ্রূপ ভার্চুয়ালি একটি ওয়েবসাইটের যত ধরনের ইনফরমেশন থাকবে সকল ধরনের ইনফরমেশন হোস্টিং এ জমা থাকে অর্থাৎ হোস্টিং এর সকল ধরনের ইনফরমেশন জমা থাকে আমরা সেটা প্রয়োজনে ব্যবহার করি।


আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

Phone Number: 01705497584

Email: kaderkhondoker.84@gmail.com

Post a Comment

0 Comments